সীমাছাড়া দুর্ভোগের ‘ছায়া’!

নিকুঞ্জ ২, সরকার বাড়ি রোড: হাজী নুরুজ্জামান সরকার-এর ‘শান্তির ছায়া টু নাগরিক টিভি সংলগ্ন রাস্তা’—নামে ‘শান্তির ছায়া’ থাকলেও বাস্তব চিত্র যেন এক বিভীষিকা। ধীরগতির নির্মাণ কাজের বলি হয়ে, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পরিণত হয় হাঁটু-সমান কাদা আর আবর্জনার মৃত্যুকূপে। স্কুল-মাদ্রাসা পড়ুয়া শত শত শিশু আর কর্মজীবীদের নিত্যদিনের এই পথচলা এখন এক ভয়াবহ অগ্নিপরীক্ষা।
অনুকূল আবহাওয়ার মাঝেও নির্মাণ কাজের এই অস্বাভাবিক স্থবিরতা দেখে প্রশ্ন জাগে—কর্তৃপক্ষ কি হাজারো মানুষের এই অবর্ণনীয় কষ্টকে একেবারেই তুচ্ছ মনে করছেন?
দ্রুত কাজ শেষ করুন, জনজীবন বাঁচান! আমরা আর এক মুহূর্তের জন্যও এই পথকে জনগণের জন্য বিপদসঙ্কুল করে রাখা দেখতে চাই না। অবিলম্বে কাজ দ্বিগুণ গতিতে শুরু করে এই সীমাহীন দুর্ভোগের চিত্র পাল্টানোর জোরালো দাবি জানাচ্ছি।
নিকুঞ্জ-২, ঢাকা।