দক্ষিণখানে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত

ইব্রাহিম হাসান হাসনাইন:রাজধানীর দক্ষিণখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও পথর্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উত্তরা আবদুল্লাহপুর রেললাইন সংলগ্ন দক্ষিণখান রেলগেট এলাকায় এ জনসভা হয়। এতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য তারকা ফুটবলার কায়সার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরখান থানা জাকের পার্টির সভাপতি ও ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব মোক্তাজুল হোসেন ভূইয়া।
বক্তারা বলেন, জাকের পার্টি শান্তি, সম্প্রীতি ও ন্যায়ের সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা ও ভালোবাসায় দলটি আরও শক্তিশালী হবে। তারা আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটের প্রতিফলন ঘটাতে মাঠে কাজ করে যাবে বলেও জানান বক্তারা।
জনসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি দক্ষিণখানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলগেট এলাকায় এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্নান বিশ্বাস, আমিনুল, রেজাউল, শিশির, আকমল সাহেদ, ছাইদুল হাবিবুর প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ, সহ-সাধারণ সম্পাদক জয়নাল, এবং মূল দলের নেতৃবৃন্দ হাজী মুরতজা, মানিক ও তুরণ সরকার।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শামীম।