জাতীয়
অবৈধ স্থাপনা উচ্ছেদে দাগনভূঞায় প্রশাসনের অভিযান

ফেনী প্রতিনিধি : দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টসহ বাজারের বিভিন্ন স্থানে আজ অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালে রাস্তায় অবৈধভাবে মালামাল রাখায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে ৭ হাজার টাকা, বিভিন্ন মিষ্টির দোকানে পচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও দই রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা এবং রাস্তা বন্ধ করে বালি রাখায় এক ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

