মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে জনতার ধাওয়ায় তুরাগ নদে ডুবে ১জনের মৃত্যু; আটক ১
মুক্তমন রিপোর্ট : রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় কিরণমালা পরিবহনের একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়ে ডুবে মারা গেছে এক তরুণ। এ ঘটনায় আরও একজনকে জনতা ধরে পুলিশে দিয়েছে, আরেকজন পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে। নিহত তরুণের নাম সাইয়াফ (১৮) এবং আটক ব্যক্তির নাম রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
শাহ আলী থানার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত আনুমানিক ১০টার দিকে উত্তর নবাবেরবাগ এলাকায় সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিক বোতলে করে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি তারা মোবাইলে ধারণ করছিল।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে। এ সময় এক যুবক প্রাণভয়ে তুরাগ নদে ঝাঁপ দিলে সাঁতার না জানায় ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় আরেক তরুণকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয় এবং অন্য একজন অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করছে শাহ আলী থানা পুলিশ।

