জাতীয়

উত্তরায় নজর বিডির ২য় বর্ষপূর্তি উদযাপন:সত্যনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরা একটি রেস্টুরেন্টে শনিবার (২২ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নজর বিডি.কম-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন। গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, “সাংবাদিক সমাজ দেশের দর্পণ। সত্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমেই সমাজকে সঠিক পথে পরিচালিত করা যায়।” তিনি নজর বিডির অগ্রযাত্রা ও পেশাদারিত্বের প্রশংসা করে ভবিষ্যতে আরও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে নবম ওয়েজবোর্ড নির্ধারণে সরকারের সাথে কথা বলেছি। সাংবাদিক বেতন যেন নীতি মালা অনুযায়ী প্রনয়ন করা হয়। বেতন কাঠামো ছাড়া কোন গণমাধ্যম চলতে দেয়া হবে না।

প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, দায়িত্বশীল গণমাধ্যম জাতির সামনে সঠিক তথ্য-উপাত্ত তুলে ধরে পথ দেখায়। তিনি বলেন, সাংবাদিকদের কলম সমাজের পরিবর্তনের বড় শক্তি।

বিশেষ অতিথি দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক ও প্রকাশক এবিএম মনিরুজ্জামান নজর বিডি.কম-এর সম্পাদকীয় নীতি, সংবাদ পরিবেশনের মান ও ধারাবাহিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, একটি অনলাইন গণমাধ্যম বিশ্বাসযোগ্যতা অর্জন করলেই পাঠকের আস্থা বৃদ্ধি পায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজর বিডি.কম-এর সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম। তিনি বলেন, “দ্বিতীয় বর্ষপূর্তির এই যাত্রা আমাদের জন্য একটি মাইলফলক। পাঠক, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনেই নজর বিডি আজকের অবস্থানে এসেছে। আমরা সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—দৈনিক বিডি দিনকালের সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান বাবলু, দৈনিক ইনকিলাবের উত্তরা প্রতিনিধি মো. মাসুদ পারভেজ। উত্তরা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, লেখক ও কবি জাবেদ আল মামুন। উত্তরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাকিবুল হাসান, ইব্রাহিম ফুসোসহ আরও গণ্যমান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্দি আলাউদ্দিন।

বর্ণিল কেককাটা, শুভেচ্ছাবক্তব্য ও আলোচনা অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয় নজর বিডি.কম-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button