জাতীয়নির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’

মুক্তমন রিপোর্ট:

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫:
জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দমনের লক্ষ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে কোর কমিটি সর্বসম্মতিক্রমে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালুর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। ঘটনার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। এছাড়া এখন থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাঁর নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার তাঁর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button