জাতীয়রাজনীতিসারাদেশ

কুষ্টিয়া জেলা জামায়াত আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের ইন্তিকাল

মুক্তমন রিপোর্ট :কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইন্তিকাল করেছেন। তিনি ১৯ জানুয়ারি বিকেল ৪টা ১৫ মিনিটে একটি প্রোগ্রামে বক্তব্য প্রদানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

মরহুম অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তাঁর জানাজার নামাজ ২০ জানুয়ারি সকাল ৯টা ০০ মিনিটে হাউসিং ডি ব্লক, চান্দা গাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর বেলা আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া জেলার মিরপুর ফুটবল মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে মিরপুর ওয়াপদা কবরস্থানে দাফন করা হবে।

শোকবাণী

অধ্যাপক মাওলানা আবুল হাশেমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি ১৯ জানুয়ারি এক শোকবাণীতে বলেন, অধ্যাপক মাওলানা আবুল হাশেমের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন একটি মজবুত ভিত্তি লাভ করেছে। তিনি ছিলেন অত্যন্ত সাদা মনের মানুষ। তাঁর ইন্তিকালে ইসলামী আন্দোলন একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারাল।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মরহুম নিরলসভাবে কাজ করে গেছেন। ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শোকবাণীতে তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা যেন তাঁকে ক্ষমা ও রহমত দান করেন, তাঁর কবরকে প্রশস্ত করেন এবং তাঁর গুনাহসমূহকে নেকিতে পরিণত করে দেন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিল যেন তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button