নির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

আজকের ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আরিফুল ইসলাম। রোববার (২৫ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় তাঁর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সেক্টর-১৩, রোড-৫ এলাকায় এবং বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কাঁচকুড়া বাজার থেকে বাউনিয়া ও ডায়াবাড়ি এলাকায় গণসংযোগ পরিচালনা করা হবে।

নির্বাচনী প্রচারণায় আরিফুল ইসলাম বলেন, ঢাকা-১৮ আসনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তাঁর এই প্রচারণা। তিনি এলাকার সর্বস্তরের জনগণকে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন এবং নির্বাচনী পরিবেশ আরও গতিশীল করে তোলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button