ঢাকা-১৮ আসনে নারীদের স্কিল ডেভেলপমেন্ট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি — রাজিয়া সুলতানা


ঢাকা-১৮ আসনে কর্মজীবী নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন রাজিয়া সুলতানা। তিনি বলেন, নারীদের যোগ্যতা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা সঠিক কর্মক্ষেত্রে যুক্ত হতে পারবেন এবং এতে ব্যক্তি ও দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরও জানান, বিশেষভাবে শিক্ষার্থী ও নারী গার্মেন্টস শ্রমিকদের দক্ষতা উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
নারীদের নিরাপত্তা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করে রাজিয়া সুলতানা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই উন্নয়ন পরিকল্পনায় নারীদের এগিয়ে নেওয়ার বিকল্প নেই।
শুক্রবার সকালে রাজধানীর তুরাগ এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে প্রচারণায় অংশ নেন।
তুরাগ থানা বিএনপির সাবেক মহিলা সম্পাদিকা শোহেলী পারভীন শিখার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আছিয়া ইসলাম মুক্তা, আফসানা রহমান, আনুশা আনু, নাজমা আক্তার, জাকেরা জেসমীন, তাহমিনা রশিদ তানিয়া, ফাতেমা বেগম, জান্নাতুল মাওয়া এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।



