অন্যান্যঅর্থ-বাণিজ্যসারাদেশ

স্বাস্থ্য সেবা খাতে এনজিওদের কার্যক্রম বৃদ্ধির আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য সেবা খাতে কার্যক্রম আরও জোরদার করতে বেসরকারি সংস্থা তথা এনজিওদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি এনজিওগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “স্বাস্থ্য সেবায় এনজিও এর সম্পৃক্ততা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ প্রতিরোধ, প্রবীণদের স্বাস্থ্য সেবা এবং তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে এনজিওগুলো ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার পরিধি বাড়ানো সম্ভব।

স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, মাতৃ ও শিশুমৃত্যু রোধে গ্রামাঞ্চলে দাইদের প্রশিক্ষণ দেওয়া জরুরি। পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনায় বক্তারা মানসিক স্বাস্থ্য ও চক্ষু স্বাস্থ্য সেবার সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে অস্বাস্থ্যকর ফাস্টফুড দোকান নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোকে আরও রোগীবান্ধব করার ওপরও জোর দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সচিব বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫টি মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কার্যক্রমে এখন থেকে এনজিওগুলোকে সম্পৃক্ত করা হবে।

সভায় বাংলাদেশে ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড)-এর পরিকল্পক ও প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button