হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান আজ


মুক্তমন রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নীরব জোন (Silent Zone) কার্যকর করতে আজ রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে একটি সমন্বিত অভিযান পরিচালিত হবে। সকাল ৮টা ৪৫ মিনিটে বিমানবন্দর টার্মিনাল ভবনের সম্মুখের গোল চত্বরে এ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।
এ অভিযানে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
অভিযান বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবেশ অধিদপ্তর।
বিমানবন্দর এলাকায় অতিরিক্ত শব্দদূষণ নিয়ন্ত্রণ, যানবাহনের হর্ন ব্যবহার সীমিতকরণ এবং পরিবেশবান্ধব চলাচল নিশ্চিত করতেই এই নীরব জোন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উক্ত ইভেন্ট কাভারেজের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতিনিধি পাঠানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


