

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান। গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) রাতে পাবনায় নির্বাচনী জনসভা শেষে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে আমীরে জামায়াত মহান আল্লাহর দরবারে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেব মণ্ডল, জেলা নায়েবে আমীর ইকবাল হোসাইন, শহীদ নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী।
কবর জিয়ারতকে কেন্দ্র করে এলাকায় ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।


