অর্থ-বাণিজ্যবৃহত্তর উত্তরা

নিকুঞ্জে মা ফার্মেসি এন্ড মেডিসিন সুপাব শপের জমকালো উদ্বোধন

বিশেষ প্রতিনিধি: রাজধানীর উত্তরাবাসীর আস্থা ও নির্ভরতা জয় করার পর এবার খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকায় যাত্রা শুরু করলো জনপ্রিয় চেইন মেডিসিন শপ ‘মা ফার্মেসি এন্ড মেডিসিন সুপাব শপ’।

আজ ৫ জানুয়ারি, সোমবার রাত ৮টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ৫ম শাখার শুভ উদ্বোধন করা হয়।

নতুন এই শাখার শুভ উদ্বোধন উপলক্ষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা ইসমাইল। অনুষ্ঠানে নতুন শাখার সমৃদ্ধি ও গ্রাহকদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, সরকার বাড়ির স্বনামধন্য ব্যক্তিত্ব হাজী নুরুজ্জামান সরকার, মাওলানা কামরুজ্জামান সরকার কাসেমী, ইউনুস আলী সরকার, আলিম শিকদার, নজরুল ইসলাম সরকার, মতিউর রহমান স্বপন, জাকির হোসেন মিঠু ও সৈকত সরকার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জাহিদ ইকবালসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার মোঃ আব্দুল মতিন বলেন, “মানসম্মত ওষুধ ও সঠিক সেবার লক্ষ্য নিয়ে আমরা উত্তরার বিভিন্ন সেক্টরে ৪টি শাখা সফলভাবে পরিচালনা করে আসছি। নিকুঞ্জবাসীর দোরগোড়ায় সঠিক দামে গুণগত মানের ওষুধ ও চিকিৎসাসেবা পৌঁছে দিতেই আমাদের এই ৫ম শাখার পথচলা। আমরা ব্যবসার চেয়ে সেবাকেই বেশি প্রাধান্য দিতে চাই।”

নিকুঞ্জ-২ এর ৫ নম্বর রোডে অবস্থিত নাগরিক টেলিভিশন ভবনের নিচ তলায় বিশাল পরিসরে এই সুপাব শপটি সাজানো হয়েছে।

এখানে জীবন রক্ষাকারী দেশি-বিদেশি সকল ধরনের ওষুধ, ইনসুলিন ও সার্জিক্যাল আইটেম পাওয়া যাবে।

প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিজ্ঞ ফার্মাসিস্টদের তত্ত্বাবধানে গ্রাহকরা এখান থেকে সেবা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, উত্তরার পর নিকুঞ্জ এলাকায় এই উন্নত মানের মেডিসিন সুপাব শপের যাত্রা শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button