কর্পোরেট অফিসের চুরি যাওয়া ৫৮ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন WINDY গ্রুপের কর্পোরেট অফিসের ভল্ট থেকে এক কোটি টাকা চুরির ঘটনায় মূল হোতাসহ দুই আসামীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন— ১️। মোঃ রাশেদ নিজাম (৩৭), পিতা-মোঃ মীর হোসেন, মাতা-রোকেয়া বেগম, স্থায়ী ঠিকানা—জগতপুর, থানা লাকসাম, জেলা কুমিল্লা; বর্তমান ঠিকানা—বাসা নং ৩/এ, রোড নং ১৭, নিকুঞ্জ, খিলক্ষেত, ঢাকা।
২️। মোঃ সাইদুর রহমান (৪৩), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, মাতা-আম্বিয়া খাতুন, স্থায়ী ঠিকানা—মুঙসিকান্দি, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ; বর্তমান ঠিকানা—বাসা নং বি/৪২, বাজার রোড, ব্যাংক কলোনী, সাভার, ঢাকা।
ঘটনার সূত্রে জানা যায়, WINDY গ্রুপে ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন মোঃ রাশেদ নিজাম। গত ৩ ও ৪ অক্টোবর অফিসের ভল্ট থেকে কৌশলে এক কোটি টাকা নিয়ে পালিয়ে যান তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি অফিসের লকারের চাবি ব্যবহার করে ভল্ট খুলে নগদ টাকা নীল ব্যাগে করে নিয়ে যান।
ঘটনার পর অফিস কর্তৃপক্ষ টাকার হিসাব মিলিয়ে দেখে মোট এক কোটি টাকা চুরি হয়েছে। এ ঘটনায় WINDY গ্রুপের ডিজিএম (অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) মোঃ হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা (নং-০৮, তারিখ-০৮/১০/২০২৫, ধারা ৩৮১/১০৯ দণ্ডবিধি) দায়ের করেন।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ১৪ অক্টোবর পল্লবী এলাকা থেকে রাশেদ নিজামকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়। তার দেওয়া তথ্যমতে পুলিশ সাভার ব্যাংক কলোনী এলাকা থেকে তার সহযোগী মোঃ সাইদুর রহমানকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে আরও ২৮ লক্ষ ৮৪ হাজার টাকা উদ্ধার করে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম মোল্লা জানান, “চুরি হওয়া টাকার একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বাকি টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।”
উদ্ধারকৃত মোট টাকা: ৫৮,৮৪,০০০/- টাকা। চুরি হওয়া মোট টাকা: ১,০০,০০,০০০/- টাকা। পুলিশের দ্রুত ও সফল অভিযানে WINDY গ্রুপ কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।