আইন-অপরাধ
কাপড়ের ব্যাগে সাত হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা):
গাজীপুরের টঙ্গী রেলস্টেশন থেকে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. সালমা (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন রোববার (১৮ মে) তিনি এ তথ্য জানিয়েছে।
এসপি আনোয়ার হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী রেলস্টেশন শনিবার (১৭ মে) থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমা নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী রেলওয়ে পুলিশ। এসব ইয়াবাগুলো কাপড়ের ব্যাগে সু-কৌশলে লুকায়িত অবস্থায় ছিল।’
তিনি বলেন, ‘জব্দকৃত এসব ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ২১ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’