
ফরহাদ আহমেদ, দাগনভূঞা (ফেনী) থেকে : পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতে দাগনভূঞা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার ইয়াকুবপুর ইউনিয়ন ও দাগনভূঞা পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকজাত বা অন্যান্য পরিবেশ-অবৈতনিক মোড়ক ব্যবহারের অভিযোগে তিনটি পৃথক মামলায় তিনজন ব্যবসায়ীকে মোট ১৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন দাগনভূঞা উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স.ম. আজহারুল ইসলাম। অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ বাহিনীও উপস্থিত ছিলেন।
‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী, নির্ধারিত ২০ ধরনের পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। এ আইন লঙ্ঘন করলে অর্থদণ্ডসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
পরিবেশ রক্ষা এবং পাটশিল্পকে টিকিয়ে রাখতে মোড়কে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসক।