বেনাপোল চেকপোষ্টে চুরি হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে চোর আটক

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল চেকপোষ্টে দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ মো: সাজু (২৮) নামে এক চোরকে আটক করতে সক্ষম হয়েছে।
শনিবার রাত ৩ টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ শার্শার একটি মাঠ এর মধ্যে মাছের ঘের থেকে আটক করে।
আটককৃত সাজু শার্শা থানার রামপুর গ্রামের মমতাজ রহমান এর ছেলে।
বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন, বেনাপোল চেকপোষ্টের সাদিপুর রোডের আক্তার হোসেন এর ফ্লাক্সি লোডের দোকান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ও মোবাইল চুরি হয় গত বৃহস্পতিবার গভীর রাত্রে। এই মর্মে চেক বন্দর বেনাপোল চেকপোষ্ট ব্যবসায়ি সমিতির সভাপতি আজিজুল হক ও দোকান মালিক আক্তার হোসেন অবহিত করেন। এরপর পুলিশ ওই এলাকার সিসিটিভির ফুটেজ ও চুরি যাওয়া মোবাইল নাম্বার ট্রাক করে স্থান সনাক্ত করা হয়।
এরপর শনিবার গভির রাতে শার্শার একটি মাঠের মধ্যে মাছের ঘেরে অভিযান চালালে ওই ঘের থেকে তিনজন পানিতে সাতার দেয়। এরপর আমি সহ সঙ্গীয় ফোর্স পানিতে নেমে সাতার কেটে সাজু নামে একজনকে আটক করি।
এই সাজুকে সিসিটিভির ফুটেজে টাকা নিতে দেখা যায়। তার স্বীকারোক্তিতে সে জানায় টাকা রুবেল নামে আর একজন এর কাছে। সে বর্তমানে পলাতক রয়েছে। তাকে আটক করতে পারলে টাকা উদ্ধার সম্ভব হবে বলে আমরা আশাবাদি। এসময় সাজুর স্বীকারোক্তিতে ওই মাছের ঘের থেকে তালা ভাঙ্গার হাতুড়ি রড রেঞ্জ চাকু সহ আরো দেশীয় কিছু চুরি কাজে লাগানো সরঞ্জান উদ্ধার করা হয়।