যৌথ বাহিনীর অভিযানের ভাষানটেকের সন্ত্রাসী বাবুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর ভাষানটেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাবুল হোসেনকে (৪৯) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
ভাষানটেকের বাগান বাড়ির ১৬১/৪১ নম্বর বাসা থেকে বুধবার (৭ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশ। পরবর্তীতে বিকেলে এ তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারকালে তার কাছ থেকে ২টি বড় বড় ছোরা, ১টি চায়নিজ কুড়াল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী হল ভাষানটেকের বাগান বাড়ি এলাকার জব্বার ব্যাপারীর ছেলে বাবুল হোসেন।
সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, বাবুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিলেন। তিনি ৫ আগস্টের পর জমি দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও বিগত সময়ে তিনি আওয়ামী লীগের কিছু নেতাদের সঙ্গে নিকট সখ্যতা রক্ষা করতেন।
এ বিষয়ে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী ভাষানটেকের বাগান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী বাবুলকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর তাকে আজ (বুধবার) আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’


