খেলা-বিনোদন

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মুক্তমন ডেস্ক : অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। গ্রুপের প্রথম ম্যাচে ২-২ গোলে মালদ্বীপের বিপক্ষে ড্র করেছিল।

সেমিফাইনালে উঠতে আজ জয় প্রয়োজন ছিল। সেটিই করে দেখিয়েছে তারা।
ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।

শুরুর দশ মিনিটে ভুটানের ফুটবলারদের অন্তত তিনটি শট ছিল গোল পোস্টে। ৫ মিনিটে ভুটানের আক্রমণ নষ্ট হয়েছে। থিনলে ইয়েজারের ক্রস থেকে বল নিতে গিয়ে আরেক ভুটানি ফুটবলার বক্সে পড়ে যান। ৯ মিনিটে ভুটানের কর্নার কোনও রকম ফিস্ট করে ফেরান বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন।

১১ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বল পেয়ে মোরশেদ আলী একাই বক্সে ঢুকে জায়গা করে নিয়ে বাম পায়ের জোরালো বাঁকানো শটে জাল কাঁপান। কিছুক্ষণ পরেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করেন। এবার যোগানদাতা মুর্শেদ আলী। তিনি ডান প্রান্ত থেকে বক্সে বল ঠেলেন। ভুটানী ডিফেন্ডার বল ক্লিয়ার করতে পারেননি। সুমন সরেন বল পেয়ে গোল করেন।

বিরতির পর ভুটান বাংলাদেশকে একটু চাপে রাখার চেষ্টা করে। বেশ কয়েকটি আক্রমণও করেছিল। বাংলাদেশের ডিফেন্ডাররা মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই ম্যাচে বড় ধরনের ভুল করেননি। ম্যাচের অন্তিম মুহুর্তে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল সমন্বিত আক্রমণ থেকে ভুটানের জালে বল ঠেলে স্কোরলাইন ৩-০ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button