জাতীয়

আগামী ৩ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ পুনর্বাসনের রোডম্যাপ প্রকাশের দাবি জুলাই আহতদের

মুক্তমন রিপোর্ট : গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা এবং জুলাই শহিদ পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসনের রোডম্যাপ আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রকাশের দাবি করেছেন জুলাই’২৪ এর আহতরা। মঙ্গলবার (১৩ মে) রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ভবনে জরুরী সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।

এ সময় তারা বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং যোগ্যতা অনুসারে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের বিষয়টি এই রোডম্যাপে অন্তর্ভুক্ত থাকতে হবে।

তারা দাবি করেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মার্চ মাস থেকে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারদেরকে ভাতা দেওয়ার কথা থাকলেও তা বিভিন্ন তালবাহানা করে এখনো চালু করেনি। অর্থাৎ আগামী জুন মাস থেকে এই ভাতা প্রধান করার জন্য পূর্নাঙ্গ ব্যবস্থা এই মাসের মধ্যে শেষ করতে হবে।

যে সকল আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক বিদেশে পাঠানোর জন্য রেফার করেছে তাদেরকে কোনোরকম হয়রানি না করে দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আহত জুলাই যোদ্ধাদেরকে যে স্বাস্থ্য কার্ড প্রধান করা হয়েছে সেটির সুবিধাগুলো বাস্তবায়ন আগামী ৩ কর্ম দিবসের মধ্যে সরকারকে কার্যকর করতে হবে।

তারা আরও দাবি করেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আহত,শহীদ পরিবারের সদস্য এবং গণঅভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডারদের সমন্বয়ে পরিচালনা করতে হবে। ফাউন্ডেশন কে কোনো একক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না।

যে সকল আওয়ামী দোসর আমাদের রক্তের বিনিময়ে গঠিত সরকারে এখনো বহাল তবিয়তে বসে আছে তাদেরকে আগামী ৩ দিনের মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। উল্লেখ্য কৃষি সচিব (এমদাদ উল্লাহ), অর্থ সচিব (নাজমা মোবারক), পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ (নাজমুল আহসান ) সকল আওয়ামী দোসরদের খুঁজে বের করে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে এবং এদের
সকলকে আইনের আওতায় আনতে হবে।

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা, মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে প্রণীত “জুলাই যোদ্ধা সুরক্ষা আইন” অবিলম্বে কার্যকর করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button