সারাদেশ
ফেনীতে ভেজাল খাদ্য বিরোধী অভিযানের দাবিতে নিরাপদ খাদ্য কর্মকর্তার সাথে সাক্ষাৎ


ফেনী প্রতিনিধি: ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামছুল আরেফিনের সাথে সাক্ষাৎ করেছেন মুক্তমন(সাপ্তাহিক)এর ফেনী প্রতিনিধি ফরহাদ আহমেদ। আজ এক সৌজন্য সাক্ষাতে তিনি জেলার বিভিন্ন এলাকায় চলমান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণনের চিত্র কর্মকর্তার নজরে আনেন।
ফরহাদ আহমেদ বলেন, “ফেনীর সচেতন নাগরিকরা নিরাপদ খাদ্যের নিশ্চয়তা চায়” অনেক স্থানে নোংরা পরিবেশে খাবার তৈরি হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।” তিনি এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানান।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামছুল আরেফিন অভিযোগগুলো গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। সাক্ষাত শেষে তারা নিরাপদ খাদ্য বিষয়ক নির্দেশিকা ও তথ্য বিনিময় করেন।



