দাগনভূঞায় উপজেলা সম্ভাব্য বন্যা মোকাবেলায় ২০টি উদ্ধার নৌকা বরাদ্দ

দাগনভূঞা (ফেনী) : বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে মোট ২০টি উদ্ধার নৌকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে উপজেলার ৮টি ইউনিয়নে ২টি করে ১৬টি নৌকা এবং উপজেলা কার্যালয়ের জন্য ৪টি অতিরিক্ত নৌকা বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা-স ম আজহারুল ইসলাম সাহেব বলেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই নৌকাগুলো সরবরাহ করা হয়েছে। দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে প্রস্তুত টিম গঠন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বন্যা কিংবা জলাবদ্ধতা দেখা দিলে এই নৌকাগুলো দিয়ে জরুরি সেবা, ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম চালানো হবে। পাশাপাশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত, মেডিকেল টিম ও খাদ্যসামগ্রী মজুদের দিকেও নজর রাখা হচ্ছে।