জাতীয়

দাগনভূঞা পৌরসভায় মোবাইল কোর্টের অভিযান, ১৯ হাজার টাকা জরিমানা

ফরহাদ আহমেদ, ফেনী থেকে : ফেনীর দাগনভূঞা পৌরসভা এলাকায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২২ জুলাই ২০২৫) দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স. ম. আজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফুটপাত দখল করে পণ্য বিক্রি, ট্রেড লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মোট ৪টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ৪ জনকে ১৯,০০০/- (উনিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button