আইন-অপরাধজাতীয়নির্বাচনরাজনীতিসারাদেশ

নির্বাচনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্বও সহ্য করা হবে না।

বুধবার বিকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের সদস্য নন; তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত রাষ্ট্রের কর্মচারী। তাই ব্যক্তি, দল বা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে জড়িত হওয়া যাবে না। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ও আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রার্থী বা তাদের প্রতিনিধিদের কাছ থেকে কোনো ধরনের অর্থ, সুবিধা কিংবা আপ্যায়ন গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এমনকি কোনো প্রকার খাবার গ্রহণও করা যাবে না।

উপদেষ্টা বলেন, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। নির্বাচন অস্বচ্ছ হলে জাতির জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনতে পারে। তাই সংশ্লিষ্ট সকলকে আইন, বিধি, জননিরাপত্তা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫সহ নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি জোরদারের পরামর্শ দেন।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি বাহারুল ইসলাম বিপিএম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এতে ঢাকা বিভাগের জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button