

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৬: পটুয়াখালী-৪ সংসদীয় আসনে দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ চলাকালে হামলার অভিযোগ উঠেছে। খেলাফত মজলিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কলাপাড়া উপজেলার ধোলাশার ইউনিয়নে তাদের গণসংযোগ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে এবং এতে অন্তত তিনজন দায়িত্বশীল ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। হামলার জন্য স্থানীয় বিএনপির কর্মীদের দায়ী করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ফরিদ ও সদস্য সচিব অধ্যাপক আব্দুল জলিল এক যৌথ বিবৃতিতে বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা, পোস্টার–বিলবোর্ড নষ্ট করা এবং পেশীশক্তি প্রয়োগের প্রবণতা আবার দেখা যাচ্ছে। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন।
বিবৃতিতে নির্বাচন কমিশনের প্রতি নির্বাচনী সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্বাচন পরিচালনায় স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি করা হয়।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



