বিশ্ব
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

মুক্তমন ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয় যাত্রী নিহত হয়েছেন।
রাষ্ট্র পরিচালিত দূরদর্শন নিউজ জানিয়েছে, রাজ্যের উত্তরকাশী জেলার গঙ্গানানি উষ্ণ প্রস্রবণ এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আরও একজন ‘গুরুতর’ আহত হয়েছেন।
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাস্থলে প্রশাসন ও ত্রাণ দল উপস্থিত রয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রশাসনকে আহতদের সম্ভাব্য সব ধরনের সহায়তা ও দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং প্রতিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।