খিলক্ষেত বাজার থেকে ৩ চাঁদাবাজকে আটক করলো সেনাবাহিনী

মুক্তমন ডেস্ক : দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট রাত ১১টায় পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল খিলক্ষেত বাজার এলাকা থেকে শীর্ষ চাঁদাবাজ সাইদুল ইসলাম ওরফে সমাজ এবং তার সহযোগী মোঃ সাইফুল ইসলাম এবং কাঞ্চন খানকে ব্যাটারী চালিত অটো গ্যারেজ থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে চাঁদা আদায়ের ২৩,৪০০.০০ (তেইশ হাজার চাঁরশত) টাকাসহ আটক করে।
খিলক্ষেত বাজার অটোচালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা হয় এই তথ্যের ভিত্তিতে আজকে এই অভিযান চালানো হয়।
তাদের কর্মকান্ডে এলাকাবাসি, অটোচালক এবং অটোমালিকগণ অতিষ্ঠ। তাদের গ্রেফতারের ফলে এলাকাবাসী এবং অটোমালিকগণ স্বস্তি প্রকাশ করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে, এই চাঁদার অংশ বিভিন্ন উপরমহলের নিকট মাসিক ভিত্তিতে ভাগ বাটোয়ারা দিতে হয়।
পরবর্তীতে আইনী পদক্ষেপের জন্য উক্ত আসামীদেরকে খিলক্ষেত থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।