নিকুঞ্জে ‘রিক্সা নান্নু’র বাবুর্চি এখনো বহাল তবিয়তে, কার ইশারায়?

খিলক্ষেত থেকে জাহিদ ইকবাল: ৫ই আগস্ট জাতীয় শ্রমিক লীগের সভাপতি ‘রিক্সা নান্নু’ তার দলবল নিয়ে পালিয়ে গেলেও তার বিশ্বস্ত সহযোগী, শ্রমিক লীগ নেতা মোফাজ্জল হোসেন বাবুর্চি এখনো নিকুঞ্জ এলাকায় বহাল তবিয়তে। এলাকাবাসীর কাছে এটি এক বিস্ময়!
আওয়ামী সরকারের পুরো সময়ে এই বাবুর্চি নিকুঞ্জে অটোরিকশার লাইনম্যান এবং নান্নুর ক্যাশিয়ার ছিল। তখন প্রতিটি অটোরিকশা থেকে মাসিক ২০০০ টাকা করে চাঁদা তুলতো।
প্রায় সাড়ে তিন মাস আগে, গত ৩০ এপ্রিল এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী দোসর এই বাবুর্চি শুরু থেকেই তার আওয়ামী দলবল নিয়ে অটোরিকশা চালানোর জন্য নানাভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে, যা এলাকাবাসীর প্রতি চরম ধৃষ্টতা।
নিকুঞ্জ টানপাড়া বা জামতলায় অটোরিকশার যে সকল মালিক আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল, তারা এখনো নিকুঞ্জে অটোরিকশা চালানোর অলীক স্বপ্ন দেখছে। প্রশ্ন হলো, কার বা কাদের ইশারায় তারা এই দিবাস্বপ্ন দেখছে?