আইন-অপরাধবৃহত্তর উত্তরা

বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ বিমানবন্দরে দুইজন আটক

মুক্তমন রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক স্পাই ডিভাইসসহ দু’জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহারুন আলী (৩৮) ও মো. ইকবাল হোসেন জীবন (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

এপিবিএন জানায়, তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৬টি ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, ৫০টি ইয়ারপিস, ৩টি ল্যাপটপ এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, শাহারুন আলী সাধারণ যাত্রীর ছদ্মবেশে চীন থেকে এসব নিষিদ্ধ ডিভাইস দেশে আনেন। পরে বিমানবন্দরের বহিরাঙ্গনে অপেক্ষারত সহযোগী ইকবালের সঙ্গে একসঙ্গে বের হওয়ার পরিকল্পনা ছিল তাদের।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, উদ্ধার করা এসব স্পাই ডিভাইস বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহার করা হয়। ডিভাইসগুলোর মধ্যে থাকে ক্রেডিট কার্ড সদৃশ কল-অটোরিসিভিং সিস্টেম, অতিক্ষুদ্র অদৃশ্য ইয়ারপিস এবং স্বচ্ছ এক্সট্রাকশন থ্রেড। পরীক্ষার্থীরা সিমকার্ড সংযুক্ত এই কার্ডটি শরীরে লুকিয়ে রাখলে তা স্বয়ংক্রিয়ভাবে কল রিসিভ করে। কানে অদৃশ্য ইয়ারপিস ব্যবহারের মাধ্যমে পরীক্ষার হলের বাইরে থাকা জালিয়াত চক্রের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়।

পরীক্ষা শেষে স্বচ্ছ থ্রেডের মাধ্যমে ইয়ারপিস সহজে বের করে ফেলা যায় বলে জানান তদন্তসংশ্লিষ্টরা।

ঘটনার পরদিন শুক্রবার ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫-ডি ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএন-এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, “এই ডিভাইসগুলো আমদানি নিষিদ্ধ এবং পূর্বেও বিভিন্ন পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত হয়েছে বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে। যেকোনো ধরনের অসাধু কার্যক্রম প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button