বৃহত্তর উত্তরা

রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটালের যৌথ উদ্যোগে উত্তরায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর মাঠে রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি ও ঢাকা স্পেশালাইজড হসপিটালের যৌথ উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন শারীরিক সমস্যার জন্য বিনামূল্যে পরামর্শ, পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।

রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির আওতায় বর্তমানে ৬ হাজারের বেশি পরিবার বসবাস করে। তারা বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাম্পে সেবা দেন বেশ কয়েকজন অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক। তাদের মধ্যে ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ বিশ্বাস এবং ইউরোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. সাব্বির আহমেদ খান। এছাড়া বিভিন্ন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরাও ক্যাম্পে অংশ নিয়ে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, “মহান বিজয় দিবসকে সামনে রেখে রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যৌথভাবে এই সেবা আয়োজন করতে পেরে আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও উত্তরার বিভিন্ন সেক্টরে এমন সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পটি স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ও চিকিৎসকদের আন্তরিক সেবায় সফলভাবে সম্পন্ন হয় এবং মানবিক উদ্যোগ হিসেবে এলাকাবাসীর প্রশংসা কুড়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button