আইন-অপরাধবৃহত্তর উত্তরা

মান্দুরা এবং বৃন্দাবন বস্তি থেকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

মুক্তমন রিপোর্ট :উত্তরা দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা মান্দুরা এবং বৃন্দাবন বস্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

সেনা কর্মকর্তারা জানান, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল রাত ১১ ঘটিকা হইতে ২.১৫ মিনিট পর্যন্ত দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের দায়িত্ব থাকা মেজর আরিফ ও নাশাদ আনাম, উপ-অধিনায়ক, ৪৩ শোরাড মিসাইল রেজিমেন্ট গোপন তথ্যের ভিত্তিতে তুরাগ এলাকার মান্দুরা ও বৃন্দাবন বস্তিতে অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে তারা ২ জন মাদক ব্যবসায়ী ও ১৩ জন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের নিকট হইতে মোট ২৪ লিটার বাংলা মদ ও ২ বোতল কেরু জব্দ করা হয়। পরবর্তীতে তাদেরকে তুরাগ থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সকল প্রকার অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button