আইন-অপরাধবৃহত্তর উত্তরা

যেকোনো মূল্যে কিশোর গ্যাং দমন করব : ডিসি মহিদুল

মুক্তমন রিপোর্ট : যেকোনো মূল্যে কিশোর গ্যাং দমন করার অঙ্গীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি)।

বৃহস্পতিবার উত্তরখান থানায় ‘ওপেন হাউস ডে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যেকোনো মূল্যে এটি দমন করব। আমার মনে হয়, কিশোর গ্যাংয়ের উৎপাত আগের চেয়ে কমেছে।’

বিকেলে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি উপস্থিত এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আপনারা সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে আমরা সব ধরনের অপরাধ দমন করতে পারব। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।’

মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ থানা এলাকায় মাদকের ছড়াছড়ি। আমরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে ধরছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই মিলে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। মাদকের ইস্যুতে কোনো ধরনের তদবির চলবে না। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের জানাবেন। প্রয়োজনে আমরা আপনাদের পরিচয় গোপন রাখব।’

এ সময় পুলিশকে সতর্ক করে দিয়ে মহিদুল বলেন, ‘পুলিশের কেউ যদি কোথাও অপরাধ করে, টাকা আদায় করে, সঙ্গে সঙ্গে আমাদের জানানো হলে আমি দ্রুত ব্যবস্থা নেব।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম (দক্ষিণখান জোন)।

উক্ত ওপেন হাউজ ডে-তে উত্তরখান থানার স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button