আইন-অপরাধবৃহত্তর উত্তরা
সিরামিক বস্তি থেকে ছয় মাদক কারবারি ও সন্ত্রাসী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মিরপুরের সিরামিক বস্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন মাদক কারবারি ও তিনজন সন্ত্রাসী রয়েছে বলেও জানা গেছে।
মিরপুর-১২ এর ওই বস্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টা থেকে বুধবার (৮ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি হলেন- সেলিম হোসেন, লিমা খাতুন, মোছা. লিজা এবং সন্ত্রাসীরা হলেন- সুজন হোসেন, মো. নাঈম ও জাকির হোসেন।
পরবর্তীতে মঙ্গলবার বিকেলে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনী জানায়, মিরপুর-১২ সিরামিক বস্তিতে অভিযান চালিয়ে তিনজন চিহ্নিত মাদক কারবারি ও তিনজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১টি ডেমো পিস্তল, ১২০ পিস ইয়াবা, নগদ ৩৬,৩৪৫ টাকা, ৫ বোতল মদ, গাঁজা ও কিছু সংখ্যাক দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
পরবর্তীতে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।