নির্বাচনমত প্রকাশরাজনীতিসারাদেশ

জুলাই সনদের মূল কথা মানুষের অধিকার নিশ্চিত করা—অধ্যাপক আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের মূল লক্ষ্য হলো মানুষের অধিকার নিশ্চিত করা—যে অধিকার প্রতিষ্ঠার জন্য মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল এবং সাম্প্রতিক গণআন্দোলন গড়ে উঠেছে। তিনি বলেন, দীর্ঘ সময় পর নাগরিক অধিকার প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা হাতছাড়া করা যাবে না।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত হবে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সহজ হবে। এতে রাষ্ট্র নাগরিকদের মধ্যে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে কোনো পার্থক্য করবে না এবং সবার সমান অধিকার নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে প্রচলিত ব্যবস্থার সংস্কার জরুরি। সেই লক্ষ্যেই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সংবিধানের ৭(ক) অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হলেও বাস্তবে জনগণ অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, এটি সংসদ সদস্যদের স্বাধীন মতপ্রকাশে বাধা সৃষ্টি করে। প্রস্তাবিত সংস্কারে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত দেওয়ার সুযোগ রাখার কথা বলা হয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল। গণভোট ঘিরে বিভ্রান্তিকর অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পিউস কস্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button