আইন-অপরাধনির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিয়ন্ত্রণহীন দলে পরিণত—আরিফুল ইসলামের অভিযোগ

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে “সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দলে” পরিণত হয়েছে—এমন অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত–এনসিপিসহ ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে নারী কর্মীদের ওপর হামলা ও হয়রানির ঘটনা ঘটছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সহিংসতা বাড়ছে।

বুধবার দুপুর ১২টার দিকে উত্তরা বিএনএস সেন্টার থেকে জমজম টাওয়ার পর্যন্ত আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। শেরপুরে জামায়াতের এক উপজেলা নেতার হত্যাকাণ্ড এবং নারীদের ওপর হামলার প্রতিবাদে “উত্তরার সাধারণ ছাত্র জনতা” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানানো হয়।

আরিফুল ইসলাম তার বক্তব্যে বিএনপির বিরুদ্ধে সহিংসতা ও নিয়ন্ত্রণহীনতার অভিযোগ তুলে ধরেন এবং সাম্প্রতিক ঘটনাগুলোর জন্য দলটির নেতৃত্বের সমালোচনা করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার আহ্বায়ক নুর মুহাম্মদ, মুখ্য সংগঠক সরদার রিয়াদ, উত্তরখান থানার আহ্বায়ক নাবিল ব্যাপারী, আহমদ সামরানসহ স্থানীয় ছাত্রনেতারা।

অভিযোগগুলোর বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button