নির্বাচনমত প্রকাশরাজনীতিসারাদেশ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, জনগণকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

কোনো কোনো মহল আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে—এমন অভিযোগ করে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

শনিবার বিকেলে টাঙ্গাইল জেলার এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, এখনো কিছু মহল বিভিন্নভাবে ভোটকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা-বোনদের এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

তারেক রহমান বলেন, ভোটের আগে এসব অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে পরিবার ও আশপাশের মানুষকে সতর্ক করতে হবে। তিনি বলেন, “আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন, মানুষের ভাগ্য বদলের দিন। আমরা ঐক্যবদ্ধ ও সতর্ক থাকলে কেউ আমাদের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না।”

সমাবেশে টাঙ্গাইলের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে ধানের শীষ তুলে দেন তিনি এবং ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।

এসময় টাঙ্গাইলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, যমুনা নদীতে ব্যারেজ নির্মাণ, শিল্পকারখানা স্থাপন, আনারস প্রক্রিয়াজাতকরণ, পাট শিল্প পুনরুজ্জীবনসহ টাঙ্গাইলকে পরিকল্পিত শিল্পনগরীতে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।

সমাবেশে জেলা সভাপতি হাসানুজ্জামিল শাহীন-এর সভাপতিত্বে এবং মাহমুদুল হক সাবুর সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button