নির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলামের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ আজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে গণসংযোগ কার্যক্রম জোরদার করেছে জামায়াত-এনসিপি সহ ১১ দলীয় জোট। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন জোট মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম।

‘শাপলা কলিতে ভোট দিন’—এই স্লোগানকে সামনে রেখে সকাল থেকেই ঢাকা-১৮ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক কর্মসূচি পালন করবেন তিনি। গণসংযোগের মাধ্যমে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়, পথসভা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চলাবন চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চলাবন, মৌলভী বাজার ও রাজিব প্রিন্ট আলী বিদ্যালয় এলাকাজুড়ে গণসংযোগ চালানো হবে। সকাল ১১টায় দক্ষিণখান থানায় সৌজন্য সাক্ষাৎ করবেন প্রার্থী আরিফুল ইসলাম।

অপরদিকে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ফায়েদাবাদ এলাকায় গণসংযোগে অংশ নেবেন তিনি। বিকাল ৩টায় ১০ নম্বর সেক্টরের নতুন ব্রিজ এলাকায় অনুষ্ঠিত হবে বড় পরিসরের নির্বাচনী গণসংযোগ। সন্ধ্যার পর বাদ মাগরিব উত্তরায় উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সর্বশেষ রাতে ছটকুলভোগ এলাকায় আরেকটি উঠান বৈঠকের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হবে।

এ বিষয়ে প্রার্থী আরিফুল ইসলাম বলেন, “শ্রমজীবী ও সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে কথা বলাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ঢাকা-১৮ আসনের মানুষ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক রাজনীতি চায়। আমি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই।”

নির্বাচনী প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গণসংযোগ কর্মসূচি সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে ১১ দলীয় জোট।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button