ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে খিলক্ষেতের মস্তুল এলাকায় যৌথবাহিনীর টহল


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে রাজধানীর খিলক্ষেত থানার অন্তর্গত মস্তুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরির উদ্দেশ্যে আজ (২৮ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথবাহিনীর বিশেষ টহল কার্যক্রম শুরু করা হয়।
যৌথবাহিনীর এই টহলের মূল লক্ষ্য হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উৎসাহিত করা। টহল চলাকালে যৌথবাহিনীর কর্মকর্তারা স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য তাদের উদ্বুদ্ধ করেন।
এ সময় যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,
“আপনার দেশ আপনার অপেক্ষায়—ভোট দিন। ভোটকেন্দ্রে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাঠে আছি। কোনো প্রকার ভয় বা চাপের কাছে নতি স্বীকার না করে গণতান্ত্রিক উৎসবে অংশ নিন।”
আইনশৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ড যেন নির্বাচন ও গণভোটের পরিবেশ ব্যাহত করতে না পারে, সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীসহ যৌথবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
নিরাপত্তা জোরদারের ফলে স্থানীয় ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আশা ব্যক্ত করেছেন।
— উত্তরা আর্মি ক্যাম্প



