আগুনের সূত্রপাত ওয়েলডিং কাজের সময়: উত্তরা ১১ নং সেক্টরের রমজান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড


রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে অবস্থিত রমজান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে রমজান মার্কেটের কাঁচাবাজার, ফার্নিচার মার্কেট ও পর্দা মার্কেটসহ আশপাশের একাধিক দোকান পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের টানা প্রচেষ্টায় প্রথমে আগুন প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে আনা হয় এবং পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এ অগ্নিকাণ্ডে ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের কার্যালয়সহ বাজারের বহু দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত নিয়ে অভিযোগ
পুড়ে যাওয়া দোকান মালিক নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, রমজান মার্কেটের ২য় তলায় স্টিলের স্ট্রাকচার তৈরির সময় ওয়েলডিং কাজ চলছিল। ওই সময় ওয়েলডিংয়ের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে তিনি দাবি করেন।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আগুনের ধোঁয়ায় আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।



