বিগত ১৭ বছর আলেম-ওলামারা কারাবন্দি ছিলেন, বিএনপি ক্ষমতায় এলে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে: এস এম জাহাঙ্গীর


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, গত ১৭ বছর দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা অন্যায়ভাবে কারাবন্দি ছিলেন। তাদের জায়গা ছিল মসজিদ ও মাদ্রাসায়, জেলে নয়। বিএনপি ক্ষমতায় এলে দেশের আলেম-ওলামাদের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করা হবে।
রোববার সকালে রাজধানীর দক্ষিণখান এলাকার গাওয়াইর বাজার প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের চতুর্থ দিনের কর্মসূচির আগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলায় তিনি নিজেও কারাবন্দি ছিলেন এবং সে সময় আলেম-ওলামাদের সঙ্গে জেলেই সাক্ষাৎ হতো, যা ছিল অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার টেকসই করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, দক্ষিণখান এলাকা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। নির্বাচিত হলে এই এলাকার নাগরিক সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। অতীতের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি সবাইকে আসন্ন নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ও আফাজ উদ্দিন, উত্তরের সদস্য সালাম সরকার, ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকবর আলী, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা শেষে দক্ষিণখান থানা এলাকার ডিএনসিসির ৪৯ নম্বর ওয়ার্ড ও হাজী ক্যাম্প এলাকায় গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দাদের ধানের শীষ ধানের শীষ স্লোগান দিতে দেখা যায়


