সারাদেশ

নরসিংদীতে ১২০ টাকা পুলিশে চাকরি

মুক্তমন রিপোর্ট, নরসিংদী:

মাত্র ১২০ টাকায় নরসিংদীতে ৩১ জনের বাংলাদেশ পুলিশে চাকরী হয়েছে। ‘চাকরী নয়, সেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে তারা চাকরী পেয়েছেন।

নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম শনিবার (২০ সেপ্টেম্বর) মুক্তমনকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সব ধাপ শেষে ফলাফল ঘোষণা করেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

পুলিশ সুপার বলেন, “শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতেই এ নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।”

মাত্র ১২০ টাকায় চাকরি পেয়ে অনেকে আবেগে কান্নায় ভেঙে পড়েন। তারা পুলিশে যোগ দেওয়ার স্বপ্ন পূরণে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিয়োগ বোর্ডের অন্য সদস্য মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবির এবং টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খানও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button