৮ দিন পর খাগড়াছড়ি সদর ও গুইমারায় ১৪৪ ধারা প্রত্যাহার

মুক্তমন ডেস্ক : খাগড়াছড়ি সদর উপজেলা, পৌরসভা ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এ আদেশ কার্যকর হবে। প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুইটি আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
শনিবার (৪ অক্টোবর) খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আদেশে সদর ও পৌর এলাকার ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। একইদিন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শের ভিত্তিতে ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল।
গত ২৩ সেপ্টেম্বর এক মারমা স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে খাগড়াছড়িতে আন্দোলন শুরু হয়। ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতায় তিনজন পাহাড়ি নিহত হন এবং সেনা কর্মকর্তাসহ বহু মানুষ আহত হন। গুইমারার রামসু বাজার ও আশপাশে দোকানপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জেলা সদরের মহাজনপাড়া, নারিকেল বাগান এবং স্বনির্ভর বাজারে বহু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়।