অর্ন্তবর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত: গোলাম পরওয়ার

জেলা প্রতিনিধি, নড়াইলঃ বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,জুলাই ছাত্র-গনঅভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে জনগনের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, আর এটি একটি অবাদ নিরপেক্ষ অংশগ্রহনমূলক ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমেই সম্ভব।
সোমবার সকালে নড়াইলে জামায়েত ইসলামীর সাবেক আমীর মাওলানা নুরুন্নবী জিহাদীর জানাজা নামাজে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো প্রকার সংস্কার ছাড়া নির্বাচন ২০১৪, ১৮, ২৪’র মতোই অর্থহীন হবে। সে কারণে কোনো প্রকার প্রশাসনিক সংস্কার ছাড়া জামায়ামে ইসলামী কোনো নির্বাচন অনুষ্ঠান চায় না। এ জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়েতে ইসলামী।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসনের সকল বিভাগের সংস্কারে দীর্ঘ সময়ের প্রয়োজন, এটি অর্ন্তবর্তী কালীন সরকারে পক্ষে সম্ভব নয়। এ জন্য একটি সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রের নির্বাচন সংশ্লিষ্ট যে সব বিভাগ রয়েছে দ্রুততম সময়ে সেগুলো সংস্কার করে নির্বাচন করতে হবে এবং আগামী ৬মাসের মধ্যে এটি সম্ভব এর পরই জাতীর সামনে নির্বাচনি রোডম্যাপ ঘোষনার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
সদর উপজেলার হবখালী হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টা আয়োজিত এ জানাজার নামাজে মিয়া গোলাম পরওয়ার ইমামতী করেন।
জানাজায় নড়াইল জেলা জামায়াতরে আমীর আতাউর রহমান বাচ্চু, সক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জামায়াত নেতা মির্জা আশকে এলাহী, অধ্যাপক মাহফুজুর রহমান, মাস্টার শফিকুল আলম, জাহাঙ্গীর হোসাইন হেলাল, মোহাম্মদ বারেক, জাকির হোসেন, ইসলামী আন্দোলনের জেলা আমীর মাওলানা খায়জ্জামান, অধ্যক্ষ আনোয়ার হোসনেসহ জামায়াতে ইসলামীর স্থানীয়রা অংশ গ্রহণ করেন।