উত্তরায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৪ নিরাপত্তা প্রহরী ঢামেকে

মুক্তমন ডেস্ক : রাজধানীর উত্তরা থানাধীন উত্তরা নর্থ টাওয়ারের চার নিরাপত্তা প্রহরী অজ্ঞান পার্টির কবলে পড়ে অসুস্থ পড়েছেন। শনিবার (২৬ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে।
অসুস্থ নিরাপত্তা প্রহরীরা হলেন- মো. সাঈদান (৩০), মোহাম্মদ আলী (৪২), মো. হাবিব (৩৫) ও মো. ইমদাদ (৪৫)।
তাদের হাসপাতালে নিয়ে আসা ওয়ান সিকিউরিটি সার্ভিসের মালিক জাকির হোসেন জানান, আজ সকালের দিকে তারা নিজেরাই রান্না করে খাবার নিয়ে অফিসে এসেছিল। এ সময় কে বা কারা তাদের খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। এতে চারজন নিরাপত্তা প্রহরী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে খবর পেয়ে দ্রুত তাদের ঢামেক হাসপাতালে নেওয়া। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
জাকির হোসেন বলেন, তারা সম্পূর্ণ সুস্থ হলে জানা যাবে তাদের কাছ থেকে কি পরিমাণ টাকা পয়সা খোয়া গেছে। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ৬০১ নম্বর মেডিসিন ভবনে ভর্তি দেন। তবে কে বা কারা তাদের খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়েছে এ বিষয়টি আমাদের কারো জানা নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুপুরের দিকে ওই চার নিরাপত্তা প্রহরীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাদের ভর্তি দেওয়া হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।