বৃহত্তর উত্তরা
কোরআন অবমাননাকারী অমল চন্দ্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তরখানে বিক্ষোভ মিছিল

মুক্তমন রিপোর্ট : সারা বিশ্বের মুসলিম জাতির কলিজার টুকরো পবিত্র আল কোরআনকে গালি দিয়ে অবমাননা করার প্রতিবাদ ও অপরাধী অমল চন্দ্র সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাজধানীর উত্তরখানের ইত্তেহাদুল ওলামা, স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেন।
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে গতকাল ২৯শে এপ্রিল উত্তরখানের বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসলমানগন উত্তরখান মৈয়নারটেকে প্রতিবাদ সভা করেন। সভা শেষে তারা বিক্ষোভ মিছিল করতে করতে মৈয়নাটেক বাজার থেকে মিছিল নিয়ে পাড়া মহল্লায় বিভিন্ন পদক্ষিন করে উত্তরখান থানায় যায়।
তার অপরাধীর কঠিন শাস্তির দাবি করে উত্তরখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়াউর রহমানকে
স্মারকলিপি প্রদান করেন। জানা যায়, স্মারক লিপিতে উল্লেখ রয়েছে মৈয়নারটেক বাজার ফার্মেসী ব্যবসায়ী অমর চান সরকার নিজের ভেরিফাইড ফেসবুকে মুসলিম জাতির হৃদয়ের স্পন্দন ও হৃৎপিন্ডের চালিকাশক্তি পবিত্র মহাগ্রন্থ আল কুরআনকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। যা ধর্মপ্রাণ মুসলমান সহ অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। ওসিকে তারা বলেন আপনি নিজেও দেখেছেন কি ভাবে আমাদের ধর্ম গ্রন্থ পবিত্র আল কোরআনকে গালি দেওয়া হয়েছে। অপরাধীকে আপনি নিজেই থানা হাজতে নিয়ে এসেছেন। আপনি অত্যন্ত চমৎকার দায়িত্বের পরিচয় দিয়েছেন।
আলেম ওলামারা ওসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইতিমধ্যেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মুসলমানরা তাদের জীবনের চেয়ে কোরআনকে বেশি মহব্বত ও ভালোবাসে। আমরা বিশ্বাস করি আপনি একজন মুসলমান হিসেবে আপনার হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে। এই অপরাধীর বিচার না হওয়া পর্যন্ত এই রক্তক্ষরণ বন্ধ হবে না। মুসলমানদের হৃদয়ে যে আগুন জ্বলে উঠছে তা নিব্বে না।
এই নেক্কারজনক গালির প্রতিবাদ জানাইবার ভাষা আমাদের জানা নাই। পবিত্র কোরআনের সম্মান বাঁচাতে না পারলে আমাদের অস্তিত্ব থাকে না। সে জেনে বুঝে আমাদের অস্তিত্বের উপর আঘাত করেছে। আমরা আইন নিজের হাতে তুলে নেয়াকে বিশ্বাস করি না, যদিও আমরা প্রায় বিরানব্বই ভাগ মুসলমান এদেশে বসবাস করি। ফলে এই ভয়ংকর অপরাধী এবং তার ব্যবসা-বাণিজ্য ঘরবাড়ি সব এখনো সম্পন্ন অক্ষুন্ন আছে। আপনি সেই ব্যাপারে অবগত আছেন। আমরা রাষ্ট্রের আইন আদালতের প্রতি শ্রদ্ধা করি। মান্য করি। এজন্যে অত্র থানার সমস্ত মুসলমানরা আমরা আপনার শরণাপন্ন হয়েছি। মুসলমানদের হৃদয়ের ব্যথা বুঝে উক্ত অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে । যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ কর্মকান্ড সংঘটিত করতে সাহস না পায়। কোরআনকে গালিদাতা অমর চান সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন তারা।
ওসির নিকট ধর্মপ্রাণ সকল মুসলমানদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন, মাওলানা আব্দুর রহিম,
মাওলানা বোরহানউদ্দিন, মাওলানা মোকাররম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল, মাইমুন,মাওলানা কাজী কবির হোসেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা মোহাম্মদ উল্লাহ,মাওলানা তাজুল ইসলাম, মাওলানা এমদাদুল্লাহ প্রমুখ।
এছাড়াও এলাকার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে মৈয়নারটেক বাজার থেকে অমর চান সরকারকে গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ।