প্রযুক্তি

“ক্রিয়েটরদের বাজার” নিয়ে এসেছে Meta!!

আব্দুল্লাহ আল ইমরান : এজেন্সির কি তবে ব্যবসা শেষ???
এতোদিন Facebook Marketplace এ যেমন, পন্য কেনা-বেচা করা যেত, এখন থেকে একইভাবে “Creator Marketplace” নিয়ে এসেছে Meta, যেখান থেকে যে কেনো বিজনেস ওউনার, তার নিজের বিজনেসের সাথে খাপ খাবে এমন, Facebook/Instagram Creator কে অটোমেটিক খুঁজে পাবে এবং তার সাথে ডিরেক্ট কন্টাক্ট ও করতে পারবে “Creator Marketplace” এর মাধ্যমে!
শুধু তাই-ই নয়, বরং কোন ক্রিয়েটর-এর কতো ফলোয়ার, এক মাসে তার পেইজের রিচ, ভিউজ কতো + কত% পুরুষ অডিয়েন্স কত% নারী, সব ডিটেইলস ও পাবে , যে কেও!
এতে , বিজনেস ওউনার রা, এজেন্সির সাহায্য ছাড়াই, যে কোনো ইনফ্লুয়েন্সার বা ক্রিয়েটরদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button