উত্তরা আ.লীগ নেতা হাবিব হাসানের ভাই নাদিম গ্রেফতার

মুক্তমন রিপোর্ট : ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও ঢাকা- ১৮ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
নাদিমের বিরুদ্ধে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করার একাধিক হত্যা মামলা।
দিম মাহমুদকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, বুধবার রাত আনু: ১২.৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে নাদিম মাহমুদ কে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনের নেতৃত্বে গ্রেফতার অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেফতারের পর রাত দেড়টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আনা হয়।
ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃত নাদিম এর কাছ থেকে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালানো তার ভাই হাবিব হাসান, সোহেল, সাথিলসহ গনহত্যার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ আসামিদের তথ্য পাওয়া যাবে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ইতিমধ্যে ফ্যাসিস আওয়ামী লীগের বড় দোসরদের গ্রেফতার করে এলাকায় সুনাম অর্জন করছেন। তাছাড়া কিশোর গ্যাং দমনসহ গুরুত্বপূর্ণ ভূমিকায় ওসি হাফিজুর রহমান এবং তার টিমকে সঙ্গী পেয়েছে উত্তরাবাসী।
এদিকে নাদিম মাহমুদ গ্রেফতারের ঘটনা স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। অচিরেই গণহত্যায় সরাসরি অংশ নেয়া বাকীদের গ্রেফতারে দাবি করেছেন তারা।