জাতীয়

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে দুই কোটি টাকার চোরাচালানি পণ্য আটক

মুক্তমন রিপোর্ট,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযানে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য সামগ্রী আটক করেছে।
বিজিবি জানিয়েছেন, সোমবার (১৯ মে) দিনব্যাপী ৪৯ বিজিবির বেনাপোল বিওপি, আইসিপি, আমড়াখালী ও হিজলী ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ভারতীয় বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী আটক করেছে। যেগুলো অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল। যার সিজার মূল্য ২ কোটি ৭ লক্ষ ৪২ হাজার ৫০০/- টাকা
যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটোন্যান্ট কর্নেল সাইফুলাহ্ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রী-পিস, টর্চ লাইট, পান মসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার ইকুইপমেন্ট, ফায়ার ইকুইপমেন্ট, কারেন্ট জাল, জিরা, সিগারেট, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, সিএনজি, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

তিনি আরও জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলে চোরাচালান বেড়ে চলেছে। তবে সম্প্রতি বিজিবির তৎপরতায় এর পরিমাণ কিছুটা হ্রাাস পেয়েছে। বিজিবির নিয়মিত অভিযান চোরাচালান প্রতিরোধে বড় ভূমিকা রাখছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button