দেওয়ানগঞ্জে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মুক্তমন রিপোর্ট :জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন ও শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের বিএনপি দলীয় কার্যলয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন। তিনি বলেন আমার বিরুদ্ধে সংবাদে উপস্থাপিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট, মনজুরুল হক নয়া মেম্বার ফ্যাসিস্ট সরকারের দোসর, সে পলাতক থেকেও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, সে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করায়, প্রচারিত সংবাদের বিরুদ্ধে তিনি মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ করেন। এ প সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহকারি শিক্ষক আব্দুর রশিদ সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।