যমুনা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রদলের

মুক্তমন রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, “সাম্য ও পারভেজের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে কোনো নেতাকর্মী ঘরে বসে থাকবে না। আমরা যমুনা ঘেরাও কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
বৃহস্পতিবার ঢাকার পরিবাগ মোড়ে শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত ব্লকেড কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন নাছির বলেন, “এর আগেও আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে সাম্যকে হত্যা করা হয়েছে। আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার পরও কেন এই হত্যা? কারা এর সঙ্গে জড়িত?”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার শাসনামলে জুলাই-আগস্টে দুই হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছে। চারুকলায় পহেলা বৈশাখের খুনি হাসিনার মোটিভে আগুন লাগানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ভিসি ও প্রক্টরের পদত্যাগ অনিবার্য।”
নাছির বলেন, “সাম্যের প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। যদি সরকার তার অবস্থান স্পষ্ট না করে, তবে আমাদের আন্দোলন আরও দুর্বার হবে।”
তিনি ছাত্রদলের সকল ইউনিটকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, “যদি এই হত্যার বিচার না হয়, তাহলে রাজপথেই হবে আমাদের চূড়ান্ত জবাব।”